কলারোয়ায় জালালাবাদ ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির সাথে এ্যাডভোকেসী ও ফলোআপ মিটিং অনুষ্ঠিত হয়েছে।
রোববার( ৩০ অক্টোবর) সকাল ১০ টায় জালালাবাদ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়। আশ্বাস প্রকল্পের আওতাধীন মানব পাচার থেকে উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষদের জন্য প্রকল্প সেন্টার ফর উইমেন এ্যান্ড চিলড্রেন স্ট্যাডিজ (সিডব্লিউসিএস)'র বাস্তবায়নে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ২ নং জালালাবাদ ইউপি'র প্যানেল চেয়ারম্যান ইউপি সদস্য আলী মাহমুদ।
আন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কলারোয়া প্রিমিয়ার ছাত্র সংঘের সাধারন সম্পাদক বিশিষ্ঠ সমাজ সেবক ইমদাদুল হক মিলন, ইউপি সচিব আমিনুর রহমান, ইউপি সদস্য আফতাব হোসেন, মশিয়ার রহমান, মোখলেছুর রহমান, মনিরুল ইসলাম, মাহাবুবর রহমান, সালমা খাতুন, কৃষি উপ- সহকারী আকলিমা খাতুন, দিদারুল আলম, উদ্যোক্তা সোহাগ হোসেন, ইমাম তৌহিদুর রহমান, শিক্ষার্থী প্রতিনিধি আজমল হোসেন, রুপা খাতুন ও মাসুম হোসেন সহ সিডব্লিউসিএস'র কর্মকর্তা ও উপকারভোগীগণ।
সুইজারল্যান্ডের অর্থায়নে উইনরক ইন্টান্যাশনাল পরিচালিত আশ্বাস প্রকল্পের তত্ত্ববধানে অনুষ্ঠিত সভাটি পরিচালনা করেন প্রকল্পের কর্মকর্তা মাহামুদুল হাসান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]