জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলারোয়া উপজেলা জাসদের পক্ষ থেকে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১অক্টোবর) বিকেলে কলারোয়া পাবলিক ইনস্টিটিউট থেকে র্যালি বের হয়ে স্মৃতিসৌধে গিয়ে শেষ হয়।
সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা জাসদের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, যুগ্ম সম্পাদক রেজাউল ইসলাম, সহ শিক্ষা সম্পাদক আবু সায়িদ, শেখ আব্দুল হাকিম, প্রবীণ রাজনীতিবিদ মুনছুর আলী, মোসলেম আলী, নিয়াজ খান, মফিজ, রেজাউল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, ১৯৭২ সালের ৩১ অক্টোবর স্বাধীন বাংলাদেশের প্রথম রাজনৈতিক দল হিসেবে জাসদ আত্মপ্রকাশ করেন বলে তারা বক্তব্য উল্লেখ করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]