কলারোয়ার জয়নগর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ১৫ আগস্ট শোক দিবস পালিত হয়েছে।
রবিবার জয়নগরের ৭টি স্থানে ১নং গাজনা, সরসকাটি ইউনিয়ন পরিষদ, রামকৃষ্ণপুর, খোর্দ্দবাটরা প্রাথমিক বিদ্যালয় মাঠ, জয়নগর মিশন, ধানদিয়া মিশন ও ধানদিয়া দাসপাড়ায় দিবসটি পালন ও কাঙ্গালি ভোজের আয়েজন করা হয়।
সারাদিন ইউপি চেয়ারম্যান শামছুদ্দিন আল মাছুদ বাবু স্থান গুলোতে আয়োজক কমিটির সদস্যদের সাথে মতবিনিময় করেন।
পরে ইউনিয়ন পরিষদে আয়োজিত অনুষ্ঠানে চেয়ারম্যান শামছুদ্দিন আল মাছুদ বাবু বলেন, ‘১৯৭৫ সালে আজকের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সহ তার স্বপরিবারকে হত্যা করা হয়। তাই ১৫ আগস্ট দিনটি বাঙ্গালি জাতির কাছে শোক দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে। দিনটি শোকের মধ্য দিয়ে পালন করছি।’
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]