কলারোয়ায় জয়নগর ও কেরালকাতা ইউনিয়নে কার্ডধারীদের মাঝে টিসিবি পণ্য বিক্রয় করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুন) সকালে জয়নগর ইউনিয়নের খোরদো- বাটরা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে স্বল্প মূল্যে সরকার নির্ধারিত ডিলারের মাধ্যমে ওই পণ্য সামগ্রী বিক্রয় করা হয়।
ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ(টিসিবি) পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন জয়নগর ইউপি চেয়ারম্যান বিশাখা তপন সাহা। এ সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিক্রয় কার্যক্রমের ট্যাগ অফিসার উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সপেক্টর অশোক কুমার বিশ্বাস, ইউপি প্যানেল চেয়ারম্যান রেখা খাতুন, ইউপি সদস্য রওশন আলী, উত্তম মজুমদার, মোখলেছুর রহমান, ডিলার ফারুক হোসেন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মেসার্স জাহিদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ফারুক হোসেন দিনব্যাপি জয়নগর ইউনিয়নের ৪৪৫ জন তালিকাভূক্ত কার্ডধারীদের মাঝে স্বল্প মূল্যে কেজি প্রতি ৬৫ টাকা করে ২ কেজি মুসুরের ডাল ১৩০ টাকা, ১ কেজি চিনি ৫৫ টাকা ও লিটার প্রতি ১১০ টাকা মূল্যে ২ লিটার সোয়াবিন তেল ২২০ টাকা দরে বিক্রয করা হয়েছে বলে জানা যায়। যার মোট মূল্য - ৪০৫ টাকা।
অনুরুপভাবে কেরালকাতা ইউনিয়নের সিংগা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে ওই ইউনিয়নের তালিকাভূক্ত কার্ডধারীদের মাঝে টিসিবি পণ্য বিক্রয় করা হয়েছে বলে জানা যায়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]