কলারোয়ায় গ্রীস্মকালীন টমেটোর আধুনিক উৎপাদন কলাকৌশলের উপর কৃষকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশলা অনুষ্ঠিত হয়েছে।
কৃষি অফিসের আয়োজিত বিএআরআই উদ্ভাবিত টমেটো উৎপাদন বিষয়ক ওই প্রশিক্ষণ মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
উপজেলার ১২টি ইউনিয়নের ১২০ জন কৃষক প্রশিক্ষণে অংশ নেন।
অনুষ্ঠানে টমেটোর বীজ সংরক্ষণে ২০ জন কৃষককে ২০টি বীজ সংরক্ষণ পাত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক নুরুল ইসলাম, প্রশিক্ষক উপ-পরিচালক (অতিরিক্ত) জসিম উদ্দীন, অতিরিক্ত উপ-পরিচালক এস এম খালিদ সাইফুল্লাহ ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম, কৃষি অফিসের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও প্রশিক্ষণার্থী প্রমুখ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]