কলারোয়ায় টি.সি.সি. কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে উঠেছে আয়োজক তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাব।
রবিবার কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল ফুটবল মাঠে টি-টোয়েন্টি ওই টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় কলারোয়ার তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাব ও সাতক্ষীরা ব্যাসিক ক্রিকেট একাডেমি।
টসে জিতে প্রথমে ব্যাট হাতে আয়োজকরা নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৮ রান সংগ্রহ করে।
দলের পক্ষে তানভীর ৫৪, নাজির ৫০, ইনাম ৩৭, সাঈদ ৩৪ রান সংগ্রহ করেন।
বোলিংয়ে সজীব ২টি ও রমজান ৩টি উইকেট লাভ করেন।
২০৯ রানের লক্ষ্যে সাতক্ষীরা ব্যাট করতে নেমে তুলসীডাঙ্গার বিধ্বংসী বোলিং-এ ব্যাটিংয়ে ধ্বস নামে।
১০ দশমিক ৩ ওভারে মাত্র ৩৭ রানে ৯ উইকেট হারিয়ে ফেলে অতিথি দল। দশম ব্যাটসম্যান অসুস্থ থাকায় তিনি আর ব্যাটিংয়ের নামেননি।
ফলে তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাব ১৭১ রানের জয়লাভ করে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে।
বোলিংয়ে তুলসীডাঙ্গার পক্ষে শামীম ৩টি, এনামুল, নাজির, সাকিব ও সাঈদ ১টি করে উইকেট লাভ করেন।
খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাবের নাজির।
খেলা পরিচালনা করেন মাস্টার মাসুদ পারভেজ মিলন ও মিজানুর রহমান।
স্কোরার ছিলেন পার্থ মণ্ডল।
ধারাবিবরণীতে ছিলেন সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন ও শেখ শাহাজাহান আলী শাহিন।
দর্শকদের পাশাপাশি খেলা উপভোগ করেন ও খেলোয়াড়দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক খান মিজানুর ইসলাম সেলিম, কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সভাপতি শেখ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ কামাল রেজা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল গফফার, ক্রীড়া সংগঠক রমজান আহমেদ, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরি পলাশ, শিক্ষক সাংবাদিক দীপক শেঠ, সাংবাদিক সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, গোলাম মোস্তফা রিগান, মাসুদুল ইসলাম প্রমুখ।
আয়োজক কমিটি জানায়, আগামি শনিবার একই মাঠে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাবের মুখোমুখি হবে সাতক্ষীরার সুন্দরবন ক্রিকেট একাডেমি।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]