কলারোয়ায় ডাকাতি মামলার এক আসামিসহ ৮ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ১০ বোতল ফেনসিডিল।
বৃহস্পতিবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে।
শুক্রবার আটকদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন মৃধা বিষয়টি নিশ্চিত করেছেন।
থানা সূত্র জানায়, কলারোয়া থানা পুলিশের পৃথক অভিযানে ডাকাতি মামলার একজন আসামি ও ১০ বোতল ফেনসিডিলসহ একজন আসামি এবং জিআর ওয়ারেন্টের ৬ জন আসামিসহ মোট ৮জন আসামি গ্রেফতার হয়েছে।
শার্শা থানার এলাকায় অভিযান চালিয়ে ডাকাতি মামলার আসামি আলমগীর হোসেন (২৮) এবং কলারোয়ার কেরালকাতা ইউনিয়নের সাতপোতা এলাকায় অভিযান চালিয়ে ১০ বোতল ফেনসিডিলসহ রফিকুল গাজী (৫৫)কে পুলিশ আটক করেছে।
অপর আটক ব্যক্তিরা হলো জিআর ওয়ারেন্টের আসামি শেখ কামাল হোসেন (৩৮), ইমরান হোসেন সরদার (২৮), আক্তারুল ইসলাম, শেখ শাহিনুর রহমান (৩০), শেখ মোমিনুর রহমান (৩৫) ও আব্দুর রউফ সরদার (৩৫)।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে উপজেলার জালালাবাদ ইউনিয়নের বাটরা গ্রামের একটি বাড়িতে ডাকাতি সংঘটিত হয় বলে জানা গেছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]