কলারোয়ায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা করেছে। ডিবি পুলিশ সূত্রে জানা যায়, সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখার এসআই মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশ সদস্যরা অভিযান পরিচালনা করেন।
শনিবার রাতে কলারোয়া পৌর সদরের তুলশিডাঙ্গা গোডাউন মোড় সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনাকালে তুলসীডাঙ্গা গ্রামের মৃত সফর আলীর ছেলে হাফিজুর রহমান (৪০) ও একই গ্রামের জামাত আলীর ছেলে শুকুর আলী মিস্ত্রি(৩৫) কে ১ কেজি ১০০শ” গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ইয়াছিন আলম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের রবিবার(২৩ মে) সকালে সাতক্ষীরা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]