কলারোয়ায় তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যার দিকে কলারোয়া পৌর সদরের গোপিনাথপুর গ্রামে।
থানায় দেওয়া লিখিত অভিযোগ সুত্রে সোমবার জানা গেছে, পৌর সদরের গোপিনাথপুর গ্রামের স্কুল পড়ুয়া এক ছাত্রী বাইসাইকেল চালিয়ে যাওয়ার সময় ওই গ্রামের আমির হোসেন বাবলার স্ত্রী সুফিয়া খাতুন (৪৫) কে ধাক্কা মারে। এতে তিনি কিছুটা ব্যাথা পান। এতে উভয়ের মধ্যে কিছুটি বাকবিতণ্ডা হয়। পরবর্তীতে ওই ছাত্রীর স্বজনরা সুফিয়া খাতুনের বাড়ীতে গিয়ে ফের বিবাদে জড়িয়ে পড়ার একপর্যায়ে হাতাহাতিতে সুফিয়া খাতুন ও তার স্বামী আমির হোসেন বাবলা (৫৫) আহত হন। পরে স্থানীয়রা তাদের দু'জনকে উদ্ধার করে কলারোয়া সরকারী হাসপাতালে ভর্তি করেন।
এঘটনার বিচারের দাবীতে আহত আমির হোসেন বাবলা ও সুফিয়া খাতুন এর ছেলে আমির খসরু টিংকু বাদী হয়ে কলারোয়া থানায় একটি অভিযোগ দিয়েছেন বলে জানা গেছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]