কলারোয়ায় দিনদুপুরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।
জনবসতি এলাকায় একটি বাড়িতে ঘরের টালির ছাউনি খুলে ভিতরে প্রবেশ করে অর্ধ লক্ষাধিক টাকা ও ৮ ভরি সোনার গহনাসহ অন্যান্য জিনিস নিয়ে গেছে চোর।
সোমবার (২০ জুলাই) দুপুরে পৌর সদরের সরকারি খাদ্য গোডাউন এলাকায় তুলশীডাঙ্গা ১নং ওয়ার্ডে সাংবাদিক প্রভাষক মাওলানা আসাদুজ্জামান ফারুকীর বাড়িতে ওই চুরির ঘটনা ঘটে।
আসাদুজ্জামান ফারুকী শার্শার সামটা সিদ্দিকীয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার প্রভাষক এবং কলারোয়া থানা জামে মসজিদের ইমাম ও খতিবের দায়িত্বও পালন করেন। একই সাথে তিনি আলোকিত বাংলাদেশ, প্রতিদিনের কথা পত্রিকা ও কলারোয়া নিউজের সাংবাদিক, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের দপ্তর সম্পাদক এবং উপজেলা জাতীয় ইমাম সমিতির সাধারণ সম্পাদক।
তিনি জানান, 'সোমবার দুপুর আনুমানিক ২টা থেকে আড়াইটার দিকে স্ত্রী-সন্তানদের নিয়ে মোটরসাইকেলযোগে আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে যান। বিকেল ৪টা/সাড়ে ৪টার দিকে বাড়িতে এসে ঘরে ঢুকে দেখেন ছাউনির টালি ও সিলিং খোলা, ঘর তছনছ করা এবং আলমারির তালা ভাঙা। তার কর্মস্থল মাদরাসার এতিমখানা ও মসজিদের টাকাসহ নিজের প্রায় ৫০ হাজার টাকা, নিজের স্ত্রী ও ছোট ভাইয়ের ৮ ভরি সোনার গহনা পাওয়া যাচ্ছে না।'
তিনি আরো জানান, 'কলারোয়া থানার পুলিশ পরিদর্শক বুরহান উদ্দিনসহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে চোর আটক ও মালামাল উদ্ধারের জন্য তৎপরতা চালাচ্ছেন।'
এদিকে, রাস্তার ধারে জনবসতিপূর্ণ এলাকায় দিনদুপুরে এমন চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]