কলারোয়ায় ঔষধসহ বিভিন্ন দোকানে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। সেসময় দুই ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানাসহ ভোক্তা পর্যায়ে বিক্রয় পণ্য তদারকি, প্রতিষ্ঠান ও ক্রেতাদেরকে পরামর্শ প্রদান এবং লিফলেট বিতরণ করা হয়।
সোমবার (২৫ অক্টোবর) কলারোয়া হাসপাতাল মোড়সহ বাজারে ওই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাতক্ষীরা জেলা বাজার তদারকি টিমের সদস্যরা।
অভিযানে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ক্যাব জেলা সদস্য মো. সাকিবুর রহমান ও জেলা পুলিশ ফোর্সের সহায়তায় তদারকি পরিচালনা করেন সাতক্ষীরাতে অতিরিক্ত দায়িত্বে সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম (খুলনা)।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাজার তদারকি টিম হাসপাতালের সামনে বিভিন্ন ঔষধ ও অন্যান্য দোকানে ভোক্তা পর্যায়ে বিক্রয় পণ্য তদারকি করেন এবং প্রতিষ্ঠান ও ক্রেতাদেরকে পরামর্শ প্রদান ও লিফলেট বিতরণ করেন।
এসময়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন’০৯ এর ৩৭ ও ৫১ ধারা লংঘনে ভোক্তা পর্যায়ে ফিজিশিয়ান স্যাম্পল রাখার অপরাধে মেসার্স মা ফার্মেসিকে ১০ হাজার টাকা ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের অপরাধে মেসার্স রাবেয়া ফার্মেসিকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জনস্বার্থে এই তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]