কলারোয়ায় দুই শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের উদ্যোগে ওই সহায়তা প্রদান করা হয়।
মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরীন কান্তা তার কার্যালয়ে ওই শিক্ষার্থীদ্বয়কে নগদ অর্থ প্রদান করেন।
উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী সদরুল ইসলাম ও লাঙলঝাড়া আদর্শ দাখিল মাদ্রাসার ৭ম শ্রেণীর শিক্ষার্থী মাহেরা খাতুনকে মাসিক ১ হাজার টাকা করে ৬ মাসের (জানুয়ারী-২০' থেকে জুন-২০') পর্যন্ত উভয়কে ৬ হাজার টাকা করে মোট ১২ হাজার টাকা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান, প্রধান শিক্ষক বদরুজ্জামান, মাদ্রাসার সুপারসহ শিক্ষকবৃন্দ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]