কলারোয়ায় পৃথক দু’টি প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে ও দুপুরে কলারোয়া পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত পৃথক ওই দুইটি ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে কলারোয়া ক্রিকেট একাডেমির সিনিয়র ও জুনিয়র দলের সাথে সাতক্ষীরার সুন্দরবন ক্রিকেট একাডেমির সিনিয়র ও জুনিয়র দল।
সকালে জুনিয়র দলের ম্যাচে টসে হেরে কলারোয়ার জুনিয়র দল নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৩ রান করে।
জবাবে সাতক্ষীরার জুনিয়র দল ৯ উইকেট হারিয়ে ১৪১ রান করে।
ফলে কলারোয়া জুনিয়র দল ১২ রানে জয়লাভ করে।
অপরদিকে, দুপুরে ২য় খেলায় টসে জিতে সাতক্ষীরা সিনিয়র দল ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৭৩ রান করে।
জবাবে কলারোয়ার সিনিয়র দল ৪ উইকেট হারিয়ে ১৫২ রান করতে সক্ষম হয়।
ফলে সাতক্ষীরা সিনিয়র দল ২৩ রানে জয় লাভ করে।
স্কোরারের দায়িত্ব পালন করেন গৌতম দাশ।
ম্যাচটি পরিচালনা করেন ইমন, সাকিব, শাওন ও জাহাঙ্গীর।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]