কলারোয়া উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে কৃতিত্ব অর্জনকারী দেশের শ্রেষ্ঠ ইউনিয়ন সমাজকর্মীকে এক সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে।
রবিবার(১৬ জানুয়ারী) সন্ধ্যায় উপজেলা সমাজসেবা অধিদপ্তর কার্যলয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা অফিসার নূরে আলম নাহিদ।
অনুষ্ঠানে সম্প্রতি জাতীয় সমাজসেবা দিবসে-২১' কঠোর পরিশ্রম,নিষ্ঠা, একাগ্রতা সহ কর্মময় জীবন সুনামের সাথে দায়িত্ব পালন করায় স্বীকৃতিস্বরুপ দেশের শ্রেষ্ট ইউনিয়ন সমাজকর্মী হিসাবে কৃতিত্ব অর্জন করায় শাহজাহান আলীকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়।
অনুষ্ঠানে সংবর্ধিত শাহাজাহান আলী শ্রেষ্ট সমাজকর্মী হিসাবে স্বীকৃতি লাভ করায় উপজেলা সমাজসেবা অফিসার নূরে আলম নাহিদ সহ সকল সহকর্মী ও সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ফিল্ড সুপারভাইজার আমিনুর রহমান, ইউনিয়ন সমাজকর্মী শিরিনা খাতুন, হুমায়ুন কবির( সদ্য অবসরপ্রাপ্ত), ফজলুল হক(এলপিআর), অফিস সহকারী আসাদুজ্জামান, অফিস সহায়ক সেলিম জাফর, অফিস স্টাফ শের আলী সহ সূধিবৃন্দ।
অনুষ্ঠান শেষে সমাজসেবা অফিসার সহ সংবর্ধিত ইউনিয়ন সমাজকর্মীকে পুরস্কৃত ও সকল কর্মকর্তা- সমাজকর্মীকে নতুন বছরের ফুলেল শুভেচ্ছা জানিয়ে উপহার সামগ্রী প্রদান করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]