কলারোয়ার গয়ড়ায় নিজ বাড়ির দেয়াল চাপা পড়ে মাদ্রাসা পিয়ন সাবু (৬০) নিহত। ঘটনাটি ঘটেছে শুক্রবার (৮ জুলাই) সকালে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার গয়ড়া গ্রামের বিশ্বাস পাড়ায়।
জানাযায়, চন্দনপুর ইউনিয়নের জি,আর বালিকা দাখিল মাদ্রাসার পিয়ন আব্দুস সবুর (সাবু) নিজ বাড়ির পুরাতন দেয়াল ভাঙ্গার সময় দেয়াল চাঁপা পড়ে মারাত্মক আহত হন। এসময় বাড়ির লোকজন আহত অবস্থায় তাকে কলারোয়া বেসরকারি ক্লিনিকে নিয়ে যান। কিন্তু নেওয়ার পথেই তিনি মারা যান বলে জানিয়েছেন ক্লিনিক কর্তৃপক্ষ।
এদিকে তাঁর মৃত্যুর খবরে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমেছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]