কলারোয়ায় ধর্ষন মামলা দায়েরের ২ ঘন্টার মধ্যে ওই মামলার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার সেলিম হোসেন (১৯) উপজেলার চন্দনপুর ইউনিয়নের দাড়কী গ্রামের এরশাদ আলীর পুত্র।
বুধবার (১৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে গয়ড়া বাজার এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
থানা সূত্র জানায়, সকালে থানায় ধর্ষন মামলা দায়ের হয়। ওই মামলার আসামি সেলিম হোসেন গয়ড়া বাজারে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মাসুদ রানা সংগীয় ফোর্সের সহায়তায় তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার যুবককে সাতক্ষীরার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজাতে প্রেরন করা হয়েছে জানান থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]