সাতক্ষীরার কলারোয়ায় পাকা ধানের ক্ষেত দিয়ে জোর পূর্বক ট্রলি নিয়ে যাওয়াকে কেন্দ্র করে এক হামলা সংঘর্ষে কৃষক পুত্র আবু রায়হানকে (২২) কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। গুরুতর আহত আবু রায়হানকে সাতক্ষীরার সদর হাসাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।
এঘটনায় আহত আবু রায়হানের পিতা কৃষক জিয়াউল ইসলাম বাদি হয়ে কলারোয়া থানায় ৪ জনকে আসামী করে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগের বিবরণে জানা যায়, গত ২২এপ্রিল বেলা দেড়টার দিকে সন্ত্রাসী রাশেদ ওরফে রাব্বি জোর পূর্বক তার পাকা ধানের ক্ষেতের মধ্যে দিয়ে ট্রলি নিয়ে যাওয়ার চেষ্টা করে। কৃষক পুত্র আবু রায়হান তাকে বাধা দিলে সে ক্ষিপ্ত হয়ে হুমকি দিয়ে চলে যায়। বেলা আড়াইটার দিকে সন্ত্রাসী রাশেদ ওরফে রাব্বির নেতৃত্বে তানভীর, ইনছাফ আলী মোড়ল ও মশিয়ার মোড়ল কৃপারামপুর গ্রামস্থ মোফাজ্জেল হোসেনের বাড়ীর সামনে রাস্তার উপর ওৎ পেতে থাকে। ওই স্থানে আমাদের বাপ-বেটাকে পেয়ে তারা গতিরোধ করে চারদিক থেকে ঘিরে ধরে। এসময় ওই সন্ত্রাসীরা গাছিদা দিয়ে এলোপাতাড়ী ভাবে কুপাতে থাকে। এতে কৃষক পুত্রের ঘাড়ে কোপ লেগে মারাক্তক জখম করে। এসময় কৃষক জিয়াউল ইসলাম তার ছেলেকে বাঁচাতে এগিয়ে আসলে তাকেও এলোপাতাড়ী ভাবে পিটিয়ে আহত করে তারা।
এঘটনা উল্লেখ করে তিনি বাদী হয়ে শুক্রবার বিকালে কলারোয়া থানায় একটি অভিযোগ দিয়েছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]