কলারোয়ায় নতুন করে আরো ১ ব্যক্তির করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। আক্রান্ত রফিকুজ্জামান (৫০) পৌরসভার তুলশিডাঙ্গা গ্রামে বসবাস করেন।
এ পর্যন্ত নতুনসহ করোনায় আক্রান্ত মোট ৯১ জনের মধ্যে ইতোমধ্যে ৬৫ জনকে করোনামুক্ত ঘোষনা করা হয়েছে। আর ২জন পূর্বেই মারা গিয়েছেন। ফলে বর্তমানে উপজেলায় ২৪ জন করোনা আক্রান্ত ব্যক্তি বিভিন্নভাবে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। আরো কয়েকজন করোনামুক্ত হওয়ার দ্বারপ্রান্তে রয়েছেন।
রবিবার (১৬ আগস্ট) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এদিন পর্যন্ত ৬৯৮ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। ইতোমধ্যে ল্যাব থেকে ৬৭৩ জনের রিপোর্ট এসেছে।
এদিকে, রবিবার নতুন আক্রান্ত ব্যক্তির বাড়িতে লকডাউন করা হয়েছে বলে জানিয়েছেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর-উল-গীয়াস।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]