কলারোয়ায় নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণের এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ফেব্রুয়ারী) সকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এর আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণ প্রকল্পের সেমিনার/কনফারেন্স অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে উপজেলার ২জন বীর মুক্তিযোদ্ধা, ২জন শিক্ষা অফিসার ও ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪০জন শিক্ষক উপস্থিত ছিলেন।
উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন-কলারোয়া মুক্তিযুদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সাবেক সাংগঠনিক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী গাজী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এইচএম রোকনুজ্জামান, জুম মিটিংয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব ডাঃ মুহাম্মাদ আসাদুজ্জামান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রোগ্রামার আল আমিন, সহকারী প্রোগ্রামার শাহ এমরান, সহ.প্রোগ্রাম অফিসার শেখ আক্তারুজ্জামান, রনজু আহম্মেদ প্রমূখ।
সেমিনারে সকল শিক্ষকদের মাঝে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পুস্তক প্রদান করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]