কলারোয়ায় নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত প্রণোদনার চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে উপজেলার ১৯৮ জন ননএমপিও স্কুল, মাদ্রাসা ও কলেজের শিক্ষক-কর্মচারীদের মাঝে ৮ লাখ ১৭ হাজার ৫'শ টাকার চেক প্রদান করা শুরু হয়।
করোনাকালীন সময়ে বিপর্যস্থ ও চরম কষ্টে থাকা নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের প্রণোদনা হিসেবে ওই টাকার চেক প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী জেরীন কান্তা তার কার্যালয়ে কয়েকজনের হাতে চেক তুলে দিয়ে এ কার্যক্রমের সূচনা করেন।
সেসময় তিনি বলেন, 'শিক্ষকরা হলেন মানুষ গড়ার কারিগর। প্রকৃত শিক্ষক সমাজে সকলের মাথার শিরোমণি হয়ে থাকেন।'
সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র/ছাত্রীদেরকে করোনা কালীন সময়ে অন-লাইনে মাধ্যমে পাঠ্য বইয়ের পাশাপাশি স্বাস্থ্য-সচেতনা, সামাজিক দুরত্ব, নৈতিক মূল্যবোধের উপর জ্ঞানদান এবং তাদের খোঁজখবর নেয়ার আহবান জানান তিনি।
ইউএনও অফিসের কর্মকর্তা আব্দুল মান্নান জানান, 'শিক্ষা মন্ত্রণালয়ের পাঠানো তালিকানুযায়ী উপজেলার ৭টি কলেজ ও ১১টি মাধ্যমিক বিদ্যালয়ের ১২৯ জন শিক্ষক ও ৬৯ জন কর্মচারীসহ মোট ১৯৮ জনের মধ্যে ৮ লাখ ১৭ হাজার ৫'শ টাকার চেক বিতরণ শুরু করা হয়েছে।
এসব প্রতিষ্ঠানের ১২৯ জন শিক্ষকদের মাথাপিছু ৫ হাজার টাকা করে মোট ৬ লাখ ৪৫ হাজার টাকা ও ৬৯ জন কর্মচারীদের মাথাপিছু ২ হাজার ৫'শ টাকা করে মোট ১ লাখ ৭২ হাজার ৫'শ টাকার চেক প্রদান করা হচ্ছে।
চেকপ্রাপ্তরা নিজেদের ব্যাংক একাউন্টে প্রদেয় চেক জমা দিয়ে টাকা উত্তোলন করতে পারবেন।'
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]