কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আলহাজ খায়রুল কবিরকে সম্মাননা জানিয়েছে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ও জাতীয় শ্রমিকলীগের নেতৃবৃন্দ।
সোমবার সকাল ১০টার দিকে সরকারি কলেজ সংলগ্ন সংগঠনটির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নবাগত ওসি’কে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
উপজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মনরুজুল ইসলাম মিঠুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহিমের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন- সহ.সভাপতি মীর আব্দুল অদুদ মন্টু, যুগ্ম সম্পাদক মোকতার আলী, শরিফুল ইসলাম, সহ.সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ শেখ শহিদুল ইসলাম, প্রচার সম্পাদক খন্দকার ফারুক হোসেন, সড়ক সম্পাদক হাসান আলী, দপ্তর সম্পাদক লাল্টু হোসেন, সদস্য আবেদ আলী, অফিস সহকারী আতিয়ার রহমান, ইলিকট্রিশিয়ান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইমদাদুল হক, ভ্যান রিক্সা শ্রমিক ইউনিয়নের রেজাউল ইসলামসহ শ্রমিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]