সাতক্ষীরার কলারোয়ায় এক নব-নির্বাচিত ইউপি সদস্যকে প্রকাশ্যে হুমকি দেয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ওই হুমকি দাতার বিরুদ্ধে কলারোয়া থানায় একটি সাধারণ ডায়েরী হয়েছে।
বুধবার (৮ডিসেম্বর) সন্ধ্যায় থানায় হাজির হয়ে উপজেলার জয়নগর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের নব-নির্বাচিত ইউপি সদস্য মোসলেম আলী বাদী হয়ে ওই সাধারণ ডায়েরী করেন।
তিনি অভিযোগ করে বলেন- বুধবার (৮ডিসেম্বর) বিকাল ৪টার দিকে ইউনিয়ন পরিষদ এর সামনে রাস্তার উপর বিবাদী উত্তর ক্ষেত্রপাড়া গ্রামের মৃত আছির উদ্দিন বিশ্বাসের ছেলে রেজাউল ইসলাম (ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচনকে কেন্দ্র করে) প্রকাশ্যে খুন-জখমের হুমকি দেয়। এঘটনায় নব-নির্বাচিত ইউপি সদস্য মোসলেম আলী জীবনের নিরাপত্তার দাবীতে কলারোয়া থানায় একটি সাধারণ ডায়েরী করেন। যার ডায়েরী নং-৩৬৭।
এছাড়াও এ বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি অভিযোগও দেয়া হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]