কলারোয়ায় নানান আয়োজনে জাতীয় যুব দিবস-২২' পালিত হয়েছে। দিবসটি পালনে যুব র্যালি, আলোচনা সভা, ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়।
প্রশিক্ষিত যুব, উন্নত দেশ- বঙ্গবন্ধুর বাংলাদেশ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার (১ নভেম্বর) সকাল ১০ টায় দিবসটি পালিত হয়। দিবসের শুরুতেই অনুষ্ঠিত র ্যালিটি পৌর সদরের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিন করে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) রুলী বিশ্বাস। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোছাঃ এছমত আরা বেগমের স্বাগত বক্তব্য শেষে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবুল হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সাইফুল ইসলাম।
নবাগত মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মস্তাফিজুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার এস,এম রোকনুজ্জামান, একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস, বিআরডিবি কর্মকর্তা এসএম সোহেল হোসেন, কর্মকর্তা নজরুল ইসলাম, তুহিন হোসেন, মাওলানা হাবিবুর রহমান তাপস কুমার রায় সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারী, সাংবাদিক, সূধি ও উপকারভোগী যুবকবৃন্দ।
অনুষ্ঠান শেষে উপজেলার ১৫ জনের মাঝে ৬ লাখ ৯০ হাজার টাকার চেক ও ৩০ জন যুবককে সনদপত্র বিতরণ করা হয়েছে বলে জানা যায়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]