কলারোয়ায় নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
'নিরাপদ নারী, নিরাপদ দেশ, সুখী সমৃদ্ধি বাংলাদেশ'- স্লোগানে সারাদেশের ওই কর্মসূচির পালিত হয়।
শনিবার সকালে উপজেলার চন্দনপুর বিট পুলিশিং উদ্যোগে ও চন্দনপুর ইউনিয়ন পরিষদের সহযোগীতায় র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
র্যালি শেষে ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সাবেক অধ্যক্ষ গাজী রবিউল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন চন্দনপুর ইউনাইটেড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব রুস্তম আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, চন্দনপুর ইউনিয়ন বিট পুলিশিং এর দায়িত্বপ্রাপ্ত এসআই ইসরাফিল হোসেন, সমাজ সেবক শওকত আলী খা সহ বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিভিন্ন মসজিদের ইমাম, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, সুধী মহল, বিভিন্ন পর্যায়ের সাধারণ জনগণ।
সমাবেশ পরিচালনা করেন সাবেক যুবলীগ নেতা সোহাগ রানা নয়ন।
অনুরূপভাবে উপজেলার অন্যান্য ইউনিয়নেও নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]