কলারোয়ায় নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
চুপড়িয়া মহিলা সংস্থার আয়োজনে বাংলাদেশ নারী প্রগতি সংঘের সহযোগিতায় ইউএন উইমেন'এর আর্থিক সহায়তায় বাংলাদেশ নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনার বাস্তবায়নে সরকারি প্রতিনিধি, সুশীল সমাজ সদস্য ও নারী নেতৃত্বধীন সংগঠনসমুহের সমন্বয়ে উপজেলাভিত্তিক এক সংলাপ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার কলারোয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলী বিশ্বাসের সভাপতিত্বে উক্ত সংলাপটি অনুষ্ঠিত হয়।
সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লালটু।
এতে অংশগ্রহণ করেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দীন মৃধা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুলতানা, আনসার ভিডিপি (টিআই) মোমেনা খাতুন, বাংলাদেশ মহিলা পরিষদের সভানেত্রী আনজুমারা মিনি, সাজেদা নারী উন্নয়ন ফাউন্ডেশনের সভানেত্রী লতিফা আক্তার, বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির প্রতিনিধি সাকিবুর রহমান বাবলা, জয়নগর ইউপি চেয়ারম্যান বিশাখা সাহা, ইউপি মহিলা সদস্য কামরুন্নাহার, উপজেলা জামে মসজিদের মুয়াজ্জিন মাসঊ রানা, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল হামিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা নূরনাহার, সূচনা ফাউন্ডেশনের নারী নেত্রী মির্জা তহমিনা, চুপড়িয়া মহিলা সংস্থার সমন্বয়কারী জাহাঙ্গীর আলম কবির প্রমুখ।
সংলাপটি পরিচালনা করেন চুপড়িয়া মহিলা সংস্থার সভানেত্রী বেগম মরিয়ম মান্নান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]