কলারোয়ায় আওয়ামীলীগের নৌকার প্রতীকের নির্বাচনী অফিস ভাংচুরের অভিযোগ উঠেছে।
বৃহষ্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার ২নং জালালাবাদ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাঁটরার সানা পাড়ায় আওয়ামী লীগের অফিস ভাংচুরের ঘটনা ঘটে। সেসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি অবমাননার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাঁটরা সানা পাড়ায় আওয়ামী লীগ অফিসে কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্রে অফিসের তালা ভেঙে চেয়ার ও অন্যান্য জিনিষপত্র ভাংচুর, নৌকার প্রতীকের প্রার্থী অধ্যাপম আমজাদ হোসেনের ছবি ছিড়ে এবং বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি মাটিতে ফেলে মুচড়িয়ে দেয়। সেসময় পার্শ্ববর্তী রফিক মাস্টারের ভাই সাইফুল্লাহ, মাহবুবুর রহমান ও তার স্ত্রী এগিয়ে গেলে তাদের গালিগালাজ ও লাঞ্চিত করে।
বিষয়টি নিশ্চিত করে জালালাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ মোসলেম আহম্মেদ জানান, ‘ঘটনাটি অত্যন্ত ন্যাক্কারজনক। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।’
এ ব্যাপারে বক্তব্য নিতে কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খাইরুল কবীরকে সেল ফোনে কল করা হলে তিনি জানতে চান, ‘কখন হয়েছে?’
‘গতকাল রাতে হয়েছে’-এমনটা জানালে তিনি বলেন, ‘এখনো কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]