কলারোয়ায় গৃহবধুকে অপহরণের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।
আটক আফ্রিদি হোসেন (২৩) বাগেরহাটের ফকিরহাট উপজেলার ছোট বাহিরদিয়া গ্রামের শহিদুল ইসলাম শহিদের ছেলে।
জানা গেছে, কলারোয়া উপজেলার এক ব্যবসায়ীর স্ত্রী (২২) গত ২৬ জানুয়ারী বেলা সাড়ে ১১টার দিকে অপহৃত হয়। এঘটনায় ব্যবসীয় বাদী হয়ে গত ২ এপ্রিল কলারোয়া থানায় অপহরণ মামলা নং-৩(৪)২১ দায়ের করেন। এরপর দিন কলারোয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জিল্লাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে বাগেরহাটের ফকিরহাট উপজেলার ছোট বাহিরদিয়া গ্রামের শহিদুল ইসলাম শহিদের বাড়ী থেকে অপহৃত গৃহবধূকে উদ্ধার করেন। সেসময় এজাহারভুক্ত আসামি আফ্রিদি হোসেন কে আটক করা হয়।
থানায় দেয়া এজাহার সূত্রে জানা গেছে, কলারোয়ার ওই ব্যবসায়ীর সাথে ইসলামী শরিয়াহ মোতাবেক যশোর জেলার শার্শা থানার ওই কন্যার বিবাহ হয়। বিবাহের পরে তাদের একটি পুত্র সন্তান জন্ম নেয়। বর্তমানে তার বয়স ৪ বছর। এরমধ্যে গত ৭/৮ মাস ধরে আসামি আফ্রিদি হোসেনের সাথে মোবাইল ফোনের মাধ্যমে তার স্ত্রীর পরিচয় হয়। এই পরিচয়ের সূত্র ধরে প্রায় সময় ফোনে তার স্ত্রীকে উত্যক্ত করে আসছিলো। গত ২৬ জানুয়ারী সকালে গৃহবধূর স্বামী তার শিশু ছেলেকে নিয়ে স্কুলে যায়। এর মধ্যে বেলা সাড়ে ১১টার দিকে প্রতারক আফ্রিদি তার (ব্যবসায়ী) কলারোয়ার বাড়ীতে এসে বিভিন্ন প্রকার প্রলোভন দেখিয়ে তার স্ত্রীকে ফুসলিয়ে নিয়ে যায়। এরপর থেকে সে বিভিন্ন স্থানে খোঁজ খবর করে না পেয়ে অবশেষে থানায় আশ্রয় গ্রহন করেন।
থানা পুলিশ এ ধরণের একটি অভিযোগ পেয়ে তাৎক্ষনিক অভিযান চালিয়ে অপহৃতাকে উদ্ধারসহ অপহরণকারী আটক করতে সক্ষম হয়।
এবিষয়ে কলারোয়া থানার অফিসার ইনচার্জ মীর খারুল কবীর জানান, শনিবার (৩ এপ্রিল) সকালে আটককৃত যুবককে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]