কলারোয়া উপজেলা পল্লী প্রাণি চিকিৎসক এসোসিয়েশনের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সাথে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে সংগঠনটি।
সোমবার (২১ ফেব্রুয়ারী) দুপুরে কলারোয়া ইকরা চাইল্ড একাডেমিতে আয়োজিত ওই অনুষ্ঠানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্বারোপ ও তাৎপর্যের আলোকে বক্তব্য রাখেন সংগঠনটির প্রধান উপদেষ্টা প্রফেসর আবু নসর, উপদেষ্টা এডভোকেট কাজী আব্দুল্লাহ আল হাবিব ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল গনি।
উপজেলা পল্লী প্রাণি চিকিৎসক এসোসিয়েশনের সভাপতি ইউনুস আলীর সভাপতিত্বে পল্লী প্রাণি চিকিৎসকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ক সমাবেশে প্রধান আলোচক ছিলেন একমি ঔষধ কোম্পানির চিফ সেলস ম্যানেজার মামুনুর রশীদ।
বিশেষ আলোচক ছিলেন একই কোম্পানির এরিয়া ম্যানেজার গোলাম আজম।
বক্তারা প্রাণি চিকিৎসার প্রয়োজনীয়তার নিরিখে উপজেলায় একটি আধুনিকমানের প্রাণি চিকিৎসা হাসপাতাল স্থাপনের দাবি করেন।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক আলী হোসেন ও অন্যতম নেতা সাংবাদিক এমএ মাসুদ রানা।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]