কলারোয়ায় পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের ২ বছর মেয়াদী কমিটি গঠন করা হয়েছে। ২১ জানুয়ারি সকাল ১০টায় কলারোয়া ইকরা চাইল্ড প্রিক্যাডেট একাডেমিতে এই কমিটি গঠন হয়।
পল্লী প্রাণী চিকিৎসক ইউনুস আলীর সভাপতিত্বে নতুন কমিটি গঠন ও সাংগঠনিক বিভিন্ন বিষয়াদি নিয়ে এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- পুপুলারের এ্যারিয়া ম্যানেজার সুশান্ত অধিকারী, ফারিয়া ভেট কলারোয়ার সভাপতি মিজানুর রহমান, প্রাণী চিকিৎসক গোলাম মোস্তফা, আব্দুর রহমান, নওশের আলী, অমিত হাসান জনি, আহসানুর রহমান, ফারহান আহমেদ, গোলাম সাকী বাবলু,সুলতান আহমেদ, আনিছুর রহমান।
অনুষ্ঠান পরিচালনা করেন- এম,এ মাসুদ রানা। আলোচনা শেষে সবার সম্মতি ক্রমে ইউনুস আলী ( দীগং) কে সভাপতি, আলী হোসেন (বড়ালী) কে সাধারণ সম্পাদক, নওশের আলী (রাইটা) কে সাংগঠনিক সম্পাদক করে মোট ২৭ সদস্য বিশিষ্ট উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক এ্যাসেসিয়েসান (PPCA) কমিটি গঠন করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]