কলারোয়ায় পশু চিকিৎসকদের নিয়ে মোবাইল অ্যাপ ভিত্তিক দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দিনব্যাপী কলারোয়া উপজেলা প্রানী সম্পদ অফিসের প্রশিক্ষণ ভবনে এটি অনুষ্ঠিত হয়।
উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২২জন পল্লী প্রানী চিকিৎসক এই প্রশিক্ষনে অংশ গ্রহন করেন।
প্রশিক্ষণে বলা হয়- 'গ্রামীন প্রানী সম্পদ সেবা কর্মীদের দক্ষতা আরো বৃদ্ধি এবং তারা ই-ল্যার্নিং মাধ্যমে নিজেদেরকে এ পেশায় সমৃদ্ধি শালী করতে পারবে।'
ফিড দ্যা ফিউচার বাংলাদেশ প্রোডাকশন ফর ইমপ্রুভড নিউট্রিশন প্রজেক্টের উদ্যোগে লাইভস্টক সার্ভিস প্রোভাইডারদের মোবাইল অ্যাপ ভিত্তক দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা প্রানী সম্পদ অফিসার ডাক্তার মো. শহিদুল ইসলাম।
ইউএস এইড, এম পাওয়ার, এসিডিআই (ভোকা) এই তিন সংস্থার যৌথ সমন্বয়ে আয়োজিত প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসাবে ছিলেন ও বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা প্রানী সম্পদ অফিসার ডাক্তার অমল কুমার সরকার, উপজেলা প্রানী সম্পদ সম্প্রসারণ অফিসার ডাক্তার আবু বকর সিদ্দিক, সিরাজগঞ্জ ভেটেরিনারি মেডিকেল সাইন্স এন্ড টেকনোলজি ইনস্টিটিউট ও ভেটিমেড এগ্রো ফার্মার অধ্যক্ষ ও ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার আবদুল্লাহ আল মামুন, সিনিয়র প্রশিক্ষক ডাক্তার দিপক কুমার ঘোষ, তালার কারিগরি, কৃষি, বানিজ্য ও বিজ্ঞান কলেজের অধ্যক্ষ আক্তারুজ্জামান, সাতক্ষীরা USAID, ACDI/ VOCA এর মাঠ সমন্বয়কারী ডাক্তার মো.রিদওয়ানুল হক, সিরাজগঞ্জ ভেটিমেড এগ্রো ফার্মার ম্যানেজার সেলিম আহম্মেদ প্রমুখ।
প্রধান প্রশিক্ষক ছিলেন এম পাওয়ার এন্ড সোসাল ইন্টার প্রাইজেস লিমিটেডের সিনিয়র ফিল্ড কো অডিনেটর শাহিন মাহমুদ।
প্রশিক্ষক ছিলেন সাতক্ষীরা এসিডিআই ভোকার ফিল্ড ফেসিলেটর রুকসানা খাতুন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]