কলারোয়ায় গাছ চাপা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার চন্দনপুর ইউনিয়নের বিক্রমপুর গ্রামে এ দূর্ঘটনা ঘটে।
নিহত সোহাগ হোসেন (২৮) একই ইউনিয়নের হিজলদী গ্রামের সাবুর আলী গাজীর পুত্র। সে পেশায় কাঠ ব্যবসায়ী ছিলেন।
চন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি জানান, কাঠ ব্যবসায়ী সোহাগ হোসেন বিক্রমপুর গ্রামের শাহিনুজ্জামানের পুকুর পাড়ের একটি নারকেল গাছ ক্রয় করেন। বেলা সাড়ে ১২টার দিকে গাছ কাটা লোক দিয়ে নারকেল গাছটি কাটছিলেন। গাছের গোড়া কাটার সময় সোহাগ হোসেন গাছের নিচে দাড়িয়ে থাকার কারণে পুকুরের পাড় ধসে গাছসহ সোহাগ পুকুরে পানির নিচে চাপা পড়েন। তাৎক্ষনিক সেখানে উপস্থিত অন্যরা পুকুরের পানি থেকে উপরে তোলার পর সোহাগ হোসেন মারা যান।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর-উল-গীয়াস জানান, ঘটনাটি শুনেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এদিকে, সোহাগ হোসেনের মৃত্যুতে তার পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাকে শেষ নজর দেখতে বয়ারডাঙ্গা ও হিজলদী উভয় স্থানে শতশত মানুষ ভিড় জমায়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]