কলারোয়ায় পানিতে ডুবে ৪বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
পৌরসভার উত্তর মুরারীকাটি (৮নং ওয়ার্ড) গ্রামে সোমবার (১৯ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে মর্মান্তিক এ ঘটনা ঘটে।
বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে জোবায়ের হোসেন নামে ওই শিশুর মৃত্যু হয়। সে ওই গ্রামের আশরাফুল হোসেনের পুত্র।
রাত ১০টার দিকে নামাজে জানাজা শেষে শিশু জোবায়েরকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটির বাবা ও মা দু’জনই স্থানীয় পৌর কাউন্সিলর শেখ ইমাদুল ইসলামের টালি কারখানায় কাজ করেন। এদিন বিকালে জোবায়ের তার ভাই ইসরাফিলের (৬) সাথে বাড়িতে খেলা করার সময় পাশের পুকুরের পানিতে ডুবে যায়। পরবর্তীতে বাড়ির পাশের এক মহিলা পুকুরে ওজু করতে গিয়ে জোবায়েরের নিথর দেহ পানিতে ভেসে থাকতে দেখে তাকে দ্রুত উদ্ধার করে কলারোয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন।
এ ঘটনায় শিশুটির পিতা-মাতাসহ স্বজনদের আহাজারিতে বাতাস ভারি হয়ে উঠেছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]