সাতক্ষীরার কলারোয়ায় পানিতে ডুবে সহিদ নামে ৩ বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১২ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার দেয়াড়া ইউনিয়নের ছলিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
সহিদ ওই গ্রামের সায়েম সরদারের ছেলে।
শিশুর পরিবারের সদস্যরা জানান, 'শনিবার দুপুরে বাড়ির উঠানে খেলা করছিলো শিশুটি। দীর্ঘ সময় বাড়ির লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে সহিদের লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন। সেখান থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে সবার অজান্তে সহিদ বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে গিয়ে ডুবে মারা যায়।'
দেয়াড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান মফে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]