কলারোয়া পৌরসভায় পানির পাইপ লাইনের বর্ধিত কাজ পর্যবেক্ষণ করা হয়েছে। বুধবার(১৪ জুলাই) বিকাল ৫ টার দিকে সরকারী কলেজ সংলগ্ন, সোনিয়া পেট্রোল পাম্প ও কামারপাড়া এলাকাধীন ১ কি:মি: ব্যাপি সম্প্রসারণের কাজ পর্যবেক্ষণ করেন পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল।
এ সময় উপস্থিত ছিলেন পৌর প্রকৌশলী ওয়াজিহুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী প্রশান্ত কুমার পাল, পৌরসভার বিদ্যুৎ প্রকৌশলী সোহওয়ার্দী, কার্যসহকারী ইমরান হোসেন, সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন, সাংবাদিক মাহফুজুর রহমানসহ পৌর কর্মকর্তাবৃন্দ। বর্ধিত ১ কি:মি: পাইপ লাইনের কাজ শেষে ২শত হোল্ডিং নং এ পানি সরবরাহের লাইনে নতুন করে সংযুক্ত করা হবে।
উল্লেখ্য, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের ৭ কোটি ৬৮ লাখ টাকার অর্থায়নে ও পৌর সভার বাস্তবায়নে সরবরাহকৃত পাইপ লাইনে পৌরসভাধীন ৪ শত হোল্ডিং (হাউজ কানেকশন) নং এ বিশুদ্ধ ও সুপেয় পানি ব্যবহারের সুযোগ পাবে বলে পৌর অফিস সূত্রে জানা যায়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]