সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলায় পারস্পরিক শিখন কর্মসূচি প্রাতিষ্ঠানিকীকরণ উপজেলা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৫ মার্চ ২০২১ তারিখ সকাল ১০ টায় স্থানীয় সরকার বিভাগের ‘বাংলাদেশে পারস্পরিক শিখন কর্মসূচি (এইচএলপি) প্রাতিষ্ঠানিকীকরণ প্রকল্প’ এর আওতায় জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) ও কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে এবং সুইচ এজেন্সি ফর ডেভেলপমেন্ট কো-অপারেশন (এসডিসি) ও ব্রেকিং দ্য সাইলেন্স এর সহযোগিতায় কলারোয়া উপজেলাতে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়াারম্যান মো. আমিনুল ইসলাম লাল্টু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) মো. আক্তার হোসেন। কর্মশালাটির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন, ব্রেকিং দ্য সাইলেন্স'র পরিচালক (কর্মসূচি ও পরিকল্পনা) মোহাম্মদ জাহিদুল ইসলাম।
কর্মশালাতে কলারোয়া উপজেলার ইউনিয়ন পরিষদের সকল ইউপি চেয়ারম্যান, ইউপি সচিব, সংরক্ষিত আসন ও সাধারণ আসনের নির্ধারিত সংখ্যক সদস্যগণ অংশগ্রহণ করেন।
কর্মশালাটির মাধ্যমে প্রতিটি ইউনিয়ন পরিষদের ৫টি করে শিখন স্ব-স্ব ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে উপস্থাপন করা হয় এর মধ্য থেকে অংশগ্রহণকারী সকলের ভোটে চুড়ান্তভাবে ৫টি ভাল শিখন সর্বসম্মতিতে নির্বাচিত হয়। ভাল শিখন গুলোর মধ্য থেকে ১. কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদ থেকে ‘বাল্যবিবাহ প্রতিরোধে বিশেষ কমিটির মাধ্যমে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন ও মনিটরিং’। ২. কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদ থেকে ‘শিক্ষা প্রতিষ্ঠানে ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরন এবং শিক্ষা প্রতিষ্ঠানে সাইকেল সেড নির্মান’। ৩. কেরালকাতা ইউনিয়ন পরিষদ থেকে ‘জলাবদ্ধতা নিরসণে ও অবৈধ স্থাপনা অপসারণে কমিটি গঠন করে কার্যক্রম পরিচালনা’। ৪. দেয়াড়া ইউনিয়ন পরিষদ থেকে ‘মাদ্রাসার ছাদসহ ও প্রাচীন নির্মান’। ৫. জালালাবাদ ইউনিয়ন পরিষদ থেকে ‘যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহ তৈরিতে শিক্ষা প্রতিষ্ঠানে জার্সি ও খেলার উপকরণ বিতরণ’।
পরবর্তীতে অংশগ্রহণকারীগণ চিহ্নিত ইউনিয়নের ভাল কাজ দেখার জন্য নিজ নিজ খরচে এক ইউনিয়নের জনপ্রতিনিধিরা অন্য ইউনিয়নে ভিজিট করতে আগ্রহী হয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের সম্মতিতে ১৫ এপ্রিল ২০২১ মাসের মধ্যে এই ভিজিট করবেন বলে অংশগ্রহণকারীগন সিদ্ধান্ত নেন। উপজেলা নির্বাহী অফিসার মহোদয় বলেন, উক্ত কর্মসূচি বাস্তবায়নে কলারোয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
কর্মশালাটি সঞ্চালনা করেন, ব্রেকিং দ্য সাইলেন্স'র অফিস ইনচার্জ ও ডেপুটি ম্যানেজার মো. শরিফুল ইসলাম।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]