কলারোয়ার সরসকাটি ক্যাম্পের পুলিশ সদস্যদের অভিযানে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক হয়েছে।
থানা সূত্রে জানা যায়, সরসকাটি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই কে এম তৌফিক আহম্মেদ টিপুর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ধানদিয়া বাজার সংলগ্ন এলাকা থেকে নাসির সরদার (৫৮) কে ২০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
আটক নাসির উপজেলার নীলকন্ঠপুর গ্রামের মৃতঃ খোরশেদ সরদারের ছেলে।
আটকের পর জিজ্ঞাসাবাদে নাসিরের স্বীকারক্তিতে তার বাড়ী থেকে আরও ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]