কলারোয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ওয়ারেন্টভূক্ত ৬ আসামীকে গ্রেফতার করা হয়েছে। থানা সূত্রে জানা যায়, থানার এসআই শাহাজাহান কবির, এসআই জসিম উদ্দীন, এসআই নাছির উদ্দীনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহায়তায় মঙ্গলবার (৭ ডিসেম্বর) গভীর রাতে সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ৬ পলাতক আসামীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, চন্দনপুর ইউনিয়নের কাদপুর গ্রামের লুৎফর রহমানের পুত্র তরিকুল ইসলাম (২৫), একই গ্রামের নিছার আলীর পুত্র সাদ্দাম হোসেন(৩০), জলিল গোলদারের পুত্র মন্টু গোলদার (৩০), রামভদ্রপুর গ্রামের মৃত: মহিউদ্দীনের পুত্র ইব্রাহীম গাজী(৩৫), চান্দুড়িয়া গ্রামের ফজলুর রহমানের পুত্র আবুল কাশেম(৩৫), ইব্রাহীম(৩৫)।
এ ব্যাপারে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান গ্রেফতারকৃতদের বুধবার(৮ ডিসেম্বর) সাতক্ষীরা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]