কলারোয়া থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভূক্ত ও নিয়মিত মামলার ৫ জন আসামিকে গ্রেপ্তার করেছে।
থানা সূত্রে জানা যায়, পুলিশ পরিদর্শক (তদন্ত) বুরহান উদ্দিনের নেতৃত্বে এসআই ইস্রাফিল হোসেন, এএসআই মফিজুর রহমান, এএসআই রকিবুল হাসান সহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় বুধবার গভীর রাতে পৃথক সময়ে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার ধানঘোড়া গ্রামের মৃত সহিল উদ্দীনের ছেলে আব্দুস সামাদ মোড়ল (২৫), বোয়ালিয়া গ্রামের সাবুর আলী সরদারের ছেলে কামরুল হাসান (২২), একই গ্রামের ইয়াকুব আলীর ছেলে ইসমাইল হোসেন (২৫), ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী সোনাবাড়িয়া গ্রামের সউল উদ্দীন গাজীর ছেলে নূর হোসেন (২৪) ও নীলকন্ঠপুর গ্রামের মৃত মাফুজার কাজীর ছেলে আলমগীর কাজী (২৬)।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর-উল-গীয়াস বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার গ্রেফতারকৃতদের সাতক্ষীরা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]