কলারোয়া থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভূক্ত ১০ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। থানা সূত্রে জানা যায়, শুক্রবার (২২ জানুয়ারী) গভীর রাতে পৃথক পৃথক সময় থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জেল্লাল হোসেন, এসআই (নিঃ) শাহজাহান কবীর, এসআই (নিঃ) ইসমাইল হোসেন, এসআই (নিঃ) মাসুদ রানাসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে নিজ নিজ বাড়ী থেকে গ্রেফতারকৃত আসামীরা হলেন, উপজেলার নাথপুর গ্রামের রুহুল কুদ্দুসের ছেলে জাকির হোসেন, ঝিকরা গ্রামের মৃতঃ রুহুল কুদ্দুসের ছেলে মুরাদ, খলসি গ্রামের আমজাদের ছেলে পলাশ হোসেন, একই গ্রামের মাজেদের ছেলে শিমুল হোসেন, মৃতঃ ছাদেকের ছেলে আবুল কাশেম ঢালী, ঝিকরা গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে রায়হান ড্রাইভার, শাকদাহ মাঠপাড়ার শামসুর রহমানের ছেলে মজিবর সরদার, একই গ্রামের আবুল কাশেমের ছেলে মাহবুর খান, বামনখালী গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মোঃ শাওন ও মৃতঃ বাবর আলী খা'র ছেলে সোহরাব হোসেন। থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার সকালে গ্রেফতারকৃতদের সাতক্ষীরা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]