কলারোয়ায় পারিবারিক কলহের জের ধরে মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী শিউলি খাতুন (৩৫) কে পিটিয়েছে তার পরিবারের সদস্যরা। আহত শিউলি উপজেলার উলুডাঙ্গা গ্রামের মালয়েশিয়া প্রবাসী আনছার আলীর স্ত্রী। বাকপ্রতিবন্ধী ওই নারী কথা বলতে পারেন না।
টাকা পয়সা সংক্রান্ত বিষয় নিয়ে বুধবার (২৬ জানুয়ারী) বেলা আড়াইটার দিকে তার বাড়ীতে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
অপর দিকে টাকা চাওয়ায় ব্যবসায়ী ইয়াছিন সরদার (৪৫) জখম হয়েছে। সে উপজেলার সোনাবাড়ীয়া ইউনিয়নের ভাদিয়ালী গ্রামের মৃত শহর আলী সরদারের ছেলে।
আহত ব্যবসায়ী ইয়াছিন সরদার জানান, তিনি উপজেলার লাউডুগি গ্রামের শহর আলীর ছেলে জিয়ার কাছে ফল বিক্রয়ের বাকি টাকা পাবেন। তিনি বুধবার (২৬ জানুয়ারী) সকাল সাড়ে ৭টার দিকে বাজারে জিয়াকে দেখে বাকির টাকা চান। এসময় জিয়া ক্ষিপ্ত হয়ে এলোপাতাড়ী ভাবে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয়। এসময় স্থানীয়রা এগিয়ে আসে আহত ব্যবসায়ী ইয়াছিন আলী সরদারকে উদ্ধার করে কলারোয়া হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]