কলারোয়ায় জমিজমা ও স্থানীয় জেরে পৃথক মারামারিতে ৭জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
জানা গেছে, উপজেলার পৌর সদরের মুরারীকাটি গ্রামের নুর ইসলামের ছেলে সাকিব হোসেন (৩২), উপজেলার হঠাৎগঞ্জ গ্রামের আব্দুল আলিমের স্ত্রী রাফিজা খাতুন (৩০), রাককৃষ্ণপুর গ্রামের ইজ্জত উল্লাহর ছেলে লুৎফুর রহমান (৬২), চন্দনপুর গ্রামের মৃত নুর আলী সরদারের ছেলে হাজী সিরাজুল হক সরদার (৫২), হাজী সিরাজুল হক সরদারের ছেলে জাহিদ মুর্তজা (৩৩). উপজেলার কয়লা গ্রামের লতিফ সানার ছেলে আব্দুল বারী সানা (৭৫) ও একই গ্রামের শিমুলের স্ত্রী তাসলিমা খাতুন (২৫) আহত হয়ে কলারোয়া সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
গত দুই দিনে বিভিন্ন বিষয় নিয়ে হামলা মারামারিতে জড়িয়ে পড়ে। প্রতিপক্ষের হামলায় তারা আহত হয়ে হাসপাতালে ভর্তি হন।
এঘটনায় পৃথক ভাবে কয়েকটি অভিযোগ থানায় জমা হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]