কলারোয়ায় পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (১২ সেপ্টেম্বার) সকাল ১০ টায় উপজেলা পরিষদ পুকুরে পোনামাছ অবমুক্তারণ কর্মসূচির উদ্বোধন করেন তালা- কলারোয়া সংসদ সদস্য এ্যাডঃ মুস্তফা লুৎফুল্লাহ।
'নিরাপদ মাছে ভরবো দেশ' বঙ্গবন্ধুর বাংলাদেশ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা সিনিয়র মৎস্য দপ্তরের আয়োজনে মাছ অবমুক্তকরণ কর্মসূচিতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) রুলী বিশ্বাস, সিনিয়র মৎস্য কর্মকর্তা রবীন্দ্র নাথ মন্ডল, থানার অফিসার ইনচার্জ( ওসি) নাসির উদ্দীন মৃধা, ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, আ'লীগ নেতা সরদার আমজাদ হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সূধি ও মৎস্য চাষীবৃন্দ।
উল্লেখ্য, ২০২২-২৩ আর্থিক সালে রাজস্ব বাজেটের আওতায় উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৫১৪ কেজি (রুই,কাতলা, মৃগেল) মাছের পোনা অবমুক্ত করা হয়েছে বলে জানা যায়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]