কলারোয়ায় প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার ও ক্র্যাচ বিতরণ করা হয়েছে।
বুধবার স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরে ২০১৯-২০ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩০ জন প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার ও ক্র্যাচ বিতরণ করা হয়।
উপজেলা অডিটোরিয়াম চত্বরে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু বলেন, 'মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মানবতার সরকার। সরকার প্রতিবন্ধিদের স্বাস্থ্যসেবা নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।'
উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী জেরিন কান্তার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী নাজিমুল হোসেন, সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন এলজিইডি অফিসের প্রশাসনিক কর্মকর্তা শরিফুল ইসলাম।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]