কলারোয়ায় এক প্রতিবন্ধীর ফলের দোকান দিনে দুপুরে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়।
ঘটনাটি ঘটেছে, শনিবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার হরিনা-গোয়ালচাতর বাজারে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্থ প্রতিবন্ধী বাদী হয়ে কলারোয়া থানায় ফারুক হোসেন, ময়নুর রহমান, আব্দুর রব, লিটন, মফিজুল ইসলাম সহ অজ্ঞাতনামা আরো ৭/৮ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দিয়েছেন।
থানায় দেয়া অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার হরিনা-গোয়ালচাতর গ্রামের মৃত আতিয়ার রহমান সরদারের ছেলে শহিদুল ইসলাম (৬২) প্রতিবন্ধী হওয়ায় তিনি গোয়ালচাতর বাজারের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের পাশে রাস্তার ধারে সরকারি জায়গায় একটি টোং দোকান ঘর বসিয়ে দীর্ঘ দিন ধরে বিভিন্ন ধরনের ফল বিক্রয় করে আসছেন। শনিবার সকালে অভিযুক্তরা দোকানঘরটি ধরাধরি করে স্কুল মাঠে নিয়ে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দেয়। এতে ওই প্রতিবন্ধীর প্রায় ৪৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়।
ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধী শহিদুল ইসলাম জানান, তার প্রতিবন্ধী নাতি ছেলে জীবনকে সাথে নিয়ে ওই দোকানে বসে ফল বিক্রি করতেন। সকালে এসে দেখেন ফারুক হোসেন, ময়নুর রহমানের নেতৃত্বে তার দোকান ঘরটি ধরাধরি করে নিয়ে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দিচ্ছে। তখন তিনি ৯৯৯ এ ফোন করে সাহায্য চাইলে সাথে সাথে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রনে আনে।
পরে এ ঘটনা উল্লেখ্য করে তিনি ন্যায় বিচারের জন্য কলারোয়া থানায় বাদী হয়ে ৪ জনের নামে একটি অভিযোগ দিয়েছেন।
এ দিকে অভিযুক্ত ফারুক হোসেন, ময়নুর রহমান জানান, আমরা বাজার কমিটিতে দায়িত্বে থাকায় অনেক বার বলা হয়েছে টোং ঘরটি সরিয়ে নেয়ার জন্য। কিন্তু তিনি তাদের কথা না শোনায় শুধু মাত্র টোং ঘরটি স্কুলের গেট থেকে সরিয়ে দিয়েছেন। কিভাবে আগুন লেগেছে তা তারা বলতে পারবেন না।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]