কলারোয়া উপজেলার ব্রজাবাকসা গ্রামে এক প্রবাসীর স্ত্রীর তাঁর নিজের স্বামীর ক্রয়কৃত জমিতে প্রাচীর নির্মাণে বাঁধা দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (২৮শে)জুন মঙ্গলবার সকাল ১১ টার সময় উপজেলার ব্রজাবাকসা গ্রামের প্রবাসী জিয়াউল হকের স্ত্রী নিলা পারভীন কলারোয়া রিপোর্টার্স ক্লাবের হলরুমে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য বলেন, ২০১৩ সালে ৪৯৭৭ নং দলিলে ৩২৭ নং খতিয়ান ও ১৫৮ নং দাগে পৌনে ১৪ শতক আমার স্বামীর নামে জমি ক্রয় করে ভোগ দখল করিতে থাকি। উক্ত জমিতে গত ২২ জুলাই ২০২২ তারিখে আমরা আমীন দ্বারা সীমানা নির্ধারন করে প্রাচীর নির্মান করতে গেলে একই গ্রামের মৃত মিজানুর রহমানের পুত্র মহিবুল্লাহ আমাদের কাজে বাঁধা প্রদান করেন এবং এই জমি তার বলে দাবী করেন।
তিনি লিখিত বক্তব্যে আরও বলেন, মুহিবুল্লাহ স্থানীয় শালিসে উক্ত জমির কোন কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়েও, গায়ের জোরে আমার স্বামী বিদেশ থাকার সুযোগে অবৈধভাবে দখলের পাঁয়তারা চালিয়ে যাচ্ছে এবং নানা ধরনের হুমকি প্রদান করছেন। এমতাবস্থায় তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে উক্ত ঘটনার সুষ্ট তদন্তের মাধ্যমে প্রকৃত জমির মালিককে জমির দখল বুঝিয়ে দিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]