কলারোয়ায় অরাজনৈতিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রিমিয়ার ছাত্র সংঘের উদ্যোগে অসহায়-দুঃস্থ ও ক্ষতিগ্রস্থ ছাগল পালনকারি নারীকে আর্থিক ( ছাগল) সহায়তা প্রদান করা হয়েছে।
শনিবার (৩ সেপ্টেম্বর) বিকালে লাঙ্গলঝাড়া ইউনিয়ন প্রিমিয়ার ছাত্র সংঘের আয়োজনে তৈলকুপি সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এক সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সংঘের প্রধান উপদেষ্টা অস্ট্রেলিয়ান প্রবাসী এসএম আলতাফ হোসেন লাল্টু ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আমেরিকান প্রবাসী শরিফুল ইসলাম বিকু মল্লিকের সার্বিক সহযোগীতায় ছাগল পালনকারি ক্ষতিগ্রস্থ বিধবা নারী সাজিদা খাতুনের হাতে দুইটি ছাগী (ছাগল) প্রদান করা হয়।
অনাড়ম্বর এই সহায়তা প্রদান অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংঘের উপদেষ্টা কপাই সাধারন সম্পাদক এ্যাড. শেখ কামাল রেজা, উপদেষ্টা শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, উপদেষ্টা প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল।
লাঙ্গলঝাড়া ইউনিয়ন কমিটি (সংঘ)'র সভাপতি সোহাগ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাস্টার আবুল কালাম, কেন্দ্রীয় প্রিমিয়ার ছাত্র সংঘের সাধারন সম্পাদক ইমদাদুল হক মিলন, জালালাবাদ ইউনিয়ন কমিটির সভাপতি আজমল হোসেন, কেঁড়াগাছি ইউনিয়ন কমিটির সাধারন সম্পাদক আবুল বাশার, লাঙ্গলঝাড়া কমিটির সাধারন সম্পাদক সাইফুল ইসলাম প্রান্ত সহ সংঘের ইউনিয়ন কমিটির সকল সদস্যবৃন্দ ও এলাকার সূধিজন।
প্রসঙ্গতঃ গত জুলাই মাসে লাঙ্গলঝাড়া ইউনিয়নের খাসপুর গ্রামের অসহায়, দুঃস্থ ছাগল পালনকারি বিধবা সাজিদা খাতুন বাড়ির পার্শ্ববর্তী মাঠে ৩ টি গর্ভবতী সহ ৪টি ছাগল পালনকালে অপরের জমির ঘাস খেয়ে ছাগলগুলি অসুস্থ হয়ে পড়ে। পরে উপজেলা পশু চিকিৎসালয়ে নিয়ে এলে কর্তব্যরত পশু চিকিৎসক ৪ টি ছাগলই বিষক্রিয়ায় আক্রান্ত মৃত্যু হয়েছে বলে জানান।
বিষয়টি সেই সময় ক্ষতিগ্রস্থ নারী থানায় অভিযোগ দায়ের করেন বলে জানান।
পরবর্তীতে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন প্রিমিয়ার ছাত্র সংঘ বিষয়টি গুরুত্বসহকারে নিয়ে পূর্বের সিদ্ধান্ত অনুযাযী শনিবার (৩ সেপ্টেম্বর ( ক্ষতিগ্রস্থ অসহায় নারী সাজেদা খাতুনকে আর্থিক ( ২টি ছাগী) সহযোগীতা প্রদান করে মানবিকতার অবদান রাখেন।
ক্ষতিগ্রস্থ উপকারভোগী বিধবা সাজিদা খাতুন দুটি ছাগল গ্রহন করে আবেগ আপ্লুত হয়ে খুশি মনে প্রিমিয়ার ছাত্র সংঘের প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টা মন্ডলী ও সম্মানিত সদস্যদেরকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]