কলারোয়ায় প্রীতি ক্রিকেট ম্যাচে শ্যামনগর ক্রিকেট কোচিংকে ৩৭রানে হারিয়ে জয়লাভ করেছে স্বাগতিক কলারোয়া ক্রিকেট একাডেমি।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত খেলায় টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় কলারোয়া ক্রিকেট একাডেমি।
নির্ধারিত ৩০ ওভারে ৯উইকেট হারিয়ে ২১১রান করতে সক্ষম হয় তারা। দলের পক্ষে আক্তার ৪৯বলে ৪৩রান, সাজিদুল করিম তপু ৩৪বলে ৩৫রান ও শাহ আলম অপরাজিত ১৮বলে ২৬রান করেন।
বোলিংয়ে শ্যামনগর ক্রিকেট কোচিং এর পক্ষে রাজু, মাসুম ও টুটুল ২টি করে উইকেট লাভ করেন৷
শ্যামনগর ক্রিকেট কোচিং ২১২ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ৩৪ ওভার ২বল খেলে সবকটি উইকেট হারিয়ে ১৭৪রান করতে সক্ষম হয়। দলের পক্ষে মাসুম ৪৪বলে ৪৬, টুটুল ৩৮ বলে ৩৪ ও রাজু ২০ বলে ২২ রান করেন।
বোলিংয়ে কলারোয়ার পক্ষে অসিম ৪ ওভারে ১৯ রান দিয়ে ৩ উইকেট, ইনামুল ৩ ওভারে ২৮ রান দিয়ে ২ উইকেট, সাহিদ ও বাপ্পি ১টি করে উইকেট লাভ করেন।
ফলে কলারোয়া ক্রিকেট একাডেমি ৩৭রানের জয় পায়।
ম্যাচটি পরিচালনা করেন জাহাঙ্গীর ও আল আমিন।
স্কোরারের দায়িত্ব পালন করেন গৌতম দাশ।
বুধবার (৪ নভেম্বর) সকালে একই মাঠে যশোরের সাদিয়া ক্রিকেট একাডেমি জুনিয়র বনাম কলারোয়া ক্রিকেট একাডেমি জুনিয়র মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে বলে কলারোয়া ক্রিকেট একাডেমির পরিচালক নাজমুল হাসনাইন মিলন জানান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]