কলারোয়ায় প্রীতি ক্রিকেট ম্যাচে যশোর সাদিয়া ক্রিকেট একাডেমির জুনিয়র দলকে ১০ উইকেটে হারিয়েছে স্বাগতিক কলারোয়া ক্রিকেট একাডেমির জুনিয়র দল।
বুধবার (৪ নভেম্বর) সকালে কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত খেলায় টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় যশোরের সাদিয়া ক্রিকেট একাডেমির জুনিয়র দল৷ ব্যাটিংয়ে নেমে তারা নির্ধারিত ৩৫ ওভারের খেলায় ৩২ওভার ৪বল খেলে সবকটি উইকেট হারিয়ে ১৩৮ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে লাবিব ৪৩বলে ৩৬রান, মুন ৩৩ বলে ২৫রান করেন।
বোলিংয়ে কলারোয়া ক্রিকেট একাডেমির জুনিয়র দল এর পক্ষে রাসেল ৩ ওভারে ২৮ রান দিয়ে ৩ উইকেট, মাসুম ও মুরাদ ২টি করে উইকেট লাভ করেন৷
কলারোয়া ক্রিকেট একাডেমির জুনিয়র ১৩৯ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ১৯ ওভার ১ বল খেলে কোনো উইকেট না হারিয়ে ১৩৯রান করতে সক্ষম হয়।
দলের পক্ষে সুলতান ৪৪বলে ৫৪রান করে রিটায়ার্ড হন৷ রবিন ৪৫বলে ২৮রান অপরাজিত ও মুরাদ অপরাজিত ১৩বলে ২৫ রান করেন।
ফলে কলারোয়া ক্রিকেট একাডেমি ১০উইকেটে বিশাল জয় পায়।
ম্যাচটি পরিচালনা করেন সাজিদুল করিম তপু ও শাওন।
স্কোরারের দায়িত্ব পালন করেন রায়হান।
কিছু সংখ্যাক দর্শকের পাশাপাশি খেলাটি উপভোগ করেন ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের ক্রীড়া সম্পাদক রেজাউল করিম লাভলু, কলারোয়া ক্রিকেট একাডেমির পরিচালক নাজমুল হাসনাইন মিলন, ক্রিকেট প্রেমী জাহাঙ্গীর, আল শাহারিয়ার রিমু প্রমুখ।
শুক্রবার (৬ নভেম্বর) সকালে একই মাঠে কলারোয়া ক্রিকেট একাডেমি জুনিয়র বনাম তালার শুভাষিনী ক্রিকেট একাডেমি জুনিয়র এর মধ্য প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে বলে কলারোয়া ক্রিকেট একাডেমির নাজমুল হাসনাইন মিলন জানান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]