কলারোয়ায় প্রীতি ক্রিকেট ম্যাচে স্বাগতিক ক্রিকেট একাডেমিকে ৬০রানে হারিয়েছে যশোরের সাদিক সাদিয়া (এস এস) ক্রিকেট একাডেমি।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত খেলায় টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় যশোর।
নির্ধারিত ৩৫ ওভারে ১৮৭ রান করতে সক্ষম হয় তারা। দলের পক্ষে মিরাজ ৫২ বলে ৫৯ রান, নাইম ৫৫ বলে ৪৬ রান ও মুস্তাইন ৩৮ বলে ২৫ রান করেন।
বোলিংয়ে কলারোয়া ক্রিকেট একাডেমির শাহ আলম ৫ ওভারে ২৫ রান দিয়ে ৩ উইকেট ও রাসেল ৭ ওভারে ১২ রান দিয়ে ২টা মেডেন সহ ৩ উইকেট লাভ করেন।
কলারোয়া ক্রিকেট একাডেমি ১৮৮ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ২৩ ওভার ২ বল খেলে সবকটি উইকেট হারিয়ে ১২৮ রান করতে সক্ষম হন।
দলের পক্ষে জাহাঙ্গির ৩৬ বলে ২৮ রান ও শাহ আলম ১৬ বলে ২৩ রান করেন।
বোলিংয়ে যশোরের পক্ষে আকাশ ৭ ওভারে ১টি মেডেন সহ ২৫রান দিয়ে ৩উইকেট এবং ফাহিম ৩ ওভারে ২১রান দিয়ে ২টি উইকেট লাভ করে।
ম্যাচটি পরিচালনা করেন শাওন ও সাকিব।
বৃহষ্পতিবার (৮ অক্টোবর) সকালে সাতক্ষীরা ক্রিকেট একাদশ বনাম কলারোয়া ক্রিকেট একাডেমি পরস্পরের মধ্য প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে বলে কলারোয়া ক্রিকেট একাডেমী জানান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]