কলারোয়ায় হোটেল শ্রমিক ফুটবল একাদশ ও সড়ক পরিবহন শ্রমিক ফুটবল একাদশের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে কলারোয়া জিকেএমকে পাইলট সরকারী হাইস্কুল ফুটবল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় হোটেল শ্রমিক ফুটবল একাদশ ১-০ গোলে জয়লাভ করে।
খেলার প্রথমার্ধে কোন দল গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধে হোটেল শ্রমিক ফুটবল একাদশের খেলোয়াড় রাহুল একটি গোল করে তাদের দলকে এগিয়ে নিয়ে যায়। পরবর্তীতে আর কোন গোল হয়নি। ফলে হোটেল শ্রমিক ফুটবল একাদশ ১-০ গোলে সড়ক পরিবহন শ্রমিক একাদশকে হারিয়ে জয়লাভ করেন।
খেলাটি পরিচালনা করেন সাজু হালদার। ধারাভাষ্যে ছিলেন শিক্ষক শেখ শাহাজাহান আলী।
দর্শকের উপস্থিতিতে খেলা উপভোগ করেন কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ্যাড. কামাল রেজা. কাজীরহাট কলেজের সহকারী অধ্যাপক সাংবাদিক কে এম আনিছুর রহমান, শাহিন, রুস্তম, জাহাঙ্গীর প্রমুখ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]